1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

এবার টুইটারে যুক্ত হচ্ছে ভিডিও কল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৫০ Time View

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শিগগিরই যুক্ত হচ্ছে অডিও-ভিডিও কল ও এনক্রাইপটেড মেসেজিংয়ের সুবিধা। যেগুলো সহজেই ব্যবহার করতে পাবেন ব্যবহারকারীরা। টুইটারের সিইও ইলন মাস্ক মঙ্গলবার (৯ মে) এমন ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন সেবাগুলো যুক্ত ও চালু করার কাজ চলছে এখন।

এসব সুবিধা চালু করার ব্যাপারে মাস্ক মঙ্গলবার টুইটে বলেছেন, ‘এই প্লাটফর্মে আপনার হ্যান্ডেল থেকে দ্রুত অডিও এবং ভিডিও চ্যাট আসছে, এতে করে নিজের মোবাইল নাম্বার না দিয়ে আপনি পৃথিবীর যে কারও সঙ্গে কথা বলতে পারবেন।’

এরআগে গত বছর ‘টুইটার ২.০ এভরিথিং অ্যাপ’ আনার কথা বলেছিলেন মাস্ক। ওই সময় তিনি জানিয়েছেন, এই অ্যাপে এনক্রাইপটেড ডাইরেক্ট মেসেজ (ডিএমএস), বেশি শব্দ ব্যবহার করে টুইট এবং পেমেন্টের সুবিধাগুলো থাকবে।

টুইটারে এসব সুবিধা চালু হলে এটি মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠান মেটার ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাতারে চলে আসবে। এ দু’টি প্ল্যাটফর্মে আগে থেকেই সুবিধাগুলো রয়েছে।

মাস্ক জানিয়েছেন, এনক্রাইপটেড ডাইরেক্ট মেসেজের একটি ভার্সন বুধবার (১০ মে) থেকেই চালু হবে। তবে তিনি জানাননি কল এনক্রাইপট করা হবে কিনা।

এদিকে টুইটার কর্তৃপক্ষ গত সপ্তাহে জানায় তারা দ্রুতই ‘পরিষ্কার’ প্রক্রিয়া শুরু করবে। এ প্রক্রিয়ার আওতায়, যেসব অ্যাকাউন্ট কয়েক বছর ধরে ব্যবহার করা হয় না সেগুলো মুছে ফেলা বা আর্কাইভ করে দেওয়া হবে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category