স্পেনের বার্সেলোনায় জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ আগস্ট ) বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের স্মরণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কাতালোনিয়া আওয়ামী যুবলীগ। কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের কাউন্সেলর শ্রম সচিব মুহাম্মদ মুতাসিমুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বার্সেলোনা শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা আবদাল হুসেন।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান,স্পেন আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মনিকা,কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর,আওয়ামী লীগ নেতা ও মানবাধিকার কর্মী মুহাম্মদ কামরুল,কাতালোনিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফ খান রুবেল,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরু ভূইয়া,সিহাব আহমেদ প্রমুখ।
এসময় কাতালোনিয়া আওয়ামী যুবলীগ এর নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইমরান আহমেদ,জাহাঙ্গীর উদ্দিন বিপ্লব,রাকিব রাজ,জুয়েল আহমেদ,সেলিম আহমেদ। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামী যুবলীগ এর সদস্য আবুল কালাম আযাদ,মোহাম্মদ মামুন,আলি ফরহাদ,ইসমাঈল ,জলিল মরল,মাসুদ রানা,ফারহান আহমেদ সহ আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ,যুবলীগের নেতৃবৃন্দরা।
আলোচনা সভায় বক্তারা ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সকল সদস্য এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি সহ ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।বক্তৃতারা আরো বলেন এই শোককে শক্তিতে পরিনত করে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কে আবারো ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত করেন মাওলানা আবদাল হুসেন।তার মোনাজাতে ১৯৭৫ এর ১৫ই আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনা করা হয়।
Leave a Reply