স্পেনের বার্সেলোনায় এই প্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকা স্থানীয় ভাবে উত্তলিত হয়েছে
১মে বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাস স্পেনের বার্সেলোনায় নিযুক্ত অনারারী কন্স্যুলেট অফিসে কাতালোনীয়া যুবলীগের উদ্যোগে এই প্রথম বাংলাদেশের পতাকা স্থানীয় ভাবে উত্তলন করা হয়।বার্সেলোনায় নিযুক্ত অনারারী কন্স্যুলেট অফিস স্থাপনের আজ প্রায় ২১বছর চলছে কিন্তু অফিসের বাহিরে কোনদিন বাংলাদেশের পতাকা উত্তলন করা হয়নাই বা কোন বাংলাদেশি এই উদ্যোগও নেন নাই।বার্সেলোনায় নিযুক্ত অনারারী কন্স্যুলার রামন পেদ্রোর সহযোগিতায় এবং কমিউনিটি নেতা বার্সেলোনা যুবলীগের উপদেষ্টা মোহামেদ কামরুল ও কাতালোনিয়া যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন এর যৌত উদ্যোগে কন্স্যুলেট অফিসের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে স্থায়ীভাবে পতাকা উত্তলিত করা হয়েছে।
উল্লেখ্য এর কিছুদিন আগে কন্স্যুলেট অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না থাকায় কাতালোনিয়া যুবলীগের উপদেষ্টা মোহামেদ কামরুল ও সভাপতি ছালাহ উদ্দিন এর উদ্যোগে কন্স্যুলেট অফিসে প্রথম তাদের ছবি উত্তলন করেন তারা।কাতালেনীয়া যুবলীগের এই দুটি উদ্যোগের জন্য প্রসংশা জানিয়েছেন বাংলাদেশী কমিউনিটি এবং বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ।
Leave a Reply