স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি মহিলাদের সংগঠন বন্ধুসুলভ মহিলা সমিতির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ১০ই মে বোধবার বার্সেলোনার স্থানীয় মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা।
প্রধান উপদেষ্টা নাজমা জামালের সভাপতিত্বে ও সহ–সভাপতি খাদিজা আক্তার মনিকার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি আলাউদ্দিন হক নেসা,মাদারীপুর জেলা সমিতির সভাপতি শফিক খান,কমিউনিটি নেতে নজরুল ইসলাম প্রমুখ। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা নাজমা জামাল নতুন কমিটির নাম ঘোষনা করেন।
নবগঠিত কমিটির সভাপতি শিউলি আক্তার, সিনিয়র সহ-সভাপতি খাদিজা আক্তার মনিকা,সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিগার,সাংগঠনিক সম্পাদক হিরা জামান, দপ্তর সম্পাদক সাউদা আক্তার মুন্নি, প্রচার সম্পাদক শাম্মা পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক ফারহানা শিমুল, ধর্ম বিষয়ক সম্পাদক শারমীন আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক খায়রন নেছা,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রাবন্তী মিতু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানজীনা নিপা,সমাজকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নুপুর, ক্রীড়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস অমি।
Leave a Reply