স্পেনের বার্সেলোনায় বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কাতালোনিয়া যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে জুলাই বার্সেলোনা সেন্টারে স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর ও সদস্য ইমরান আহমেদ এর যৌত পরিচালনায় ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামীলীগের সভাপতি এম.নজরুল ইসলাম।এসময় বিশেষ অতিথি হিসেবে ভিডিও কলে শুভেচ্ছা বিনিময় করেন স্পেন আওয়ামীলীগের সভাপতি এস.আর.আই.এস রবিন ও সাধারণ সম্পাদক রিজভী আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া আওয়ামীলীগের সভাপতি নুরে জামাল খোকন,,কাতালোনিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু।
অতিথি হিসেবে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা,কাতালোনিয়া আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল,সাংগঠনিক সম্পাদক নুরু ভূইয়া ।
এসময় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন নাসির সরদার,রুবেল হোসেন,তানীয়া আজাদ,নুরুজ্জামান ,নাজমা জামাল,শাহ কুমেদ আলি,শেমল শাহা,কাতালোনীয়া যুবলীগ নেতা জুয়েল আহমদ,আব্দুল হালিম বুলবুল,এমরান আহমদ,সাবেল আহমদ,জয়দেব নাত,বিলাল আহমদ,শামিম আহমদ চৌধুরী,আরিফ খান জয়,মো.নিলয় হোসেন,মতিউল ইসলাম,নুর ইসলাম ,আলি হায়দার,সাব্বির হোসেন,রাকিব রাজ,শাহাদাত হোসেন,শিশির আহমেদ প্রমুখ। 
বক্তারা সাম্প্রতিক বাংলাদেশে ছাত্রদের কোটা আন্দোলনে বিএনপি /জামাত এর দেশ ব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন।দেশে এবং বিদেশে বসে গুজব ছড়িয়ে সাধাণ ছাত্রদের ডাকা আন্দোলনকে পুজি করে ক্ষমতায় যাওয়ার জন্য যে দেশের সম্পদ নষ্ট করে আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি /জামাত তা আমাদের জন্য কোনভাবেই কাম্য নয়।যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে বাংলাদেশ সরকার আইনের আওতায় এনে বিচারের দাবী জানান নেতারা।
Leave a Reply