1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

স্পেনের টেনেরিফে মাদ্রিদ দূতাবাসের কনস্যুলার সেবা প্রদান

তারেক সিদ্দিকী,বিশেষ প্রতিনিধি,টেনেরিফ।।
  • Update Time : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ Time View

স্পেনের কানারিয়া দ্বিপপুঞ্জভুক্ত টেনেরিফেতে বাংলাদেশীদের বিভিন্ন প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান করেছে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস।গত বুধবার (২৪ জানুয়ারি ) বায়তুল আমান জামে মসজিদে বিকাল ৪টা থেকে ৫.৩০ পযর্ন্ত এই সেবা প্রদান করা হয়।
ই-পাসপোর্ট,স্পেনে সদ্যভূমিষ্ঠ শিশুদের পাসপোর্টের আবেদন,পাসপোর্ট নবায়ন, বাংলাদেশি বংশোদ্ভূত স্প্যানিশ নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ,নো ভিসা রিকোয়ার্ড,বিভিন্ন ধরনের সনদ আবেদন সহ অন্যান্য সেবা প্রদান করে দূতাবাস।
সেবা দিতে আসেন মাদ্রিদ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা রেজা শাহ পাহলভি,সেবা প্রদানে স্থানীয়ভাবে সহযোগিতা করেন টেনেরিফ কমিউনিটি ব্যক্তিত্ব দোলাল আহমেদ, গোলাম রাব্বানী,শাহজাহান রিংকু,নিয়ামত উল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি)বাদ এশা বায়তুল আমান জামে মসজিদে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ কমিউনিটি সকলের সাথে কোশল বিনিময় করেন,স্থানীয় বাংলাদেশীরা সহজে ও দ্রুত সেবাপ্রাপ্তির কারণে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এ ধরনের সেবা অব্যাহত রাখার জোর দাবি জানান,স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ আন্তরিক এবং ভবিষ্যতে দুতাবাসের কার্যক্রম অব‍্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন বায়তুল আমান জামে মসজিদের সভাপতি আব্দুল গোফরান হেলাল, সাগর আহমেদ,আব্দুল মতিন,শহীদ উল্লাহ,খলিল আহমেদ,শাহাজান রিংকু,ফারুক আহমেদ,নিয়ামত উল্লাহ,দুলাল আহমেদ,মঈন উদ্দিন,তোফায়েল আহমেদ,তারেক সিদ্দিকী প্রমূখ।

পরবর্তীতে রাষ্ট্রদূতের সম্মানার্থে স্থানীয় দিল্লি ডিলাইট রেষ্টুরেন্টে এক নৈশভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category