স্পেনের বার্সেলোনায় সিলেট ৬ সংসদীয় আসন বিয়ানীবাজার ও গোলাগঞ্জ উপজেলার প্রবাসী বাংলাদেশিরা স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হুসেন এর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা করেছে। 
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ঈগল প্রতীকের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেনের পক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ঈগল প্রতিকের সমর্থক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা ।
২৮শে ডিসেম্বর,বৃহস্পতিবার বার্সেলোনার স্থানীয় একটি রেষ্টুরেন্টে বার্সেলোনার প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল বাছিত কাওছারের সভাপতিত্বে ও ব্যবসায়ী লুৎফুর রহমান সুমনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা মোনায়েম চৌধুরী বাবলা,গোলাপগঞ্জ উপজেলার বার্সেলোনা প্রবাসী আব্দুল জব্বার ।
পবিত্র কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা খালেদুর রহমান, ব্যবসায়ী করিম উদ্দিন,রফিক উদ্দিন,সেলিম আহমদ লালন,সিদ্দিকুর রহমান,বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা ছালাহ উদ্দিন, বাবুল আহমদ,কবির উদ্দিন, তাজুল ইসলাম প্রমুখ । 
সভায় বক্তারা বলেন বিগত পনেরো বছরের উন্নয়ন বঞ্চিত বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকার দীর্ঘ দিনের প্রত্যাশা পুরনে অগ্রণী ভুমিকা পালনে সরওয়ার হোসেন সহায়ক হবেন বলে উপস্থিত বক্তারা আশা ব্যক্ত করেন। তারা এসময় দেশে বসবাস করা পরিজনদের ঈগল মার্কায় ভোট দিতে উদ্ভদ্ধ করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply