স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কাতালেনীয়া যুবলীগ।
২০ নভেম্বর সোমবার রাত ১১টায় বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
কাতালোনিয়া যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও মানবাধিকার কর্মী মোহাম্মেদ কামরুল,কাতালোনিয়া আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার মনিকা,কাতালোনিয়া আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ খান রুবেল।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগের সদস্য রাকিব রাজ,জুয়েল আহমেদ,সদস্য সাদিয়ান আহমেদ সাদি প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন কাতালোনিয়া যুবলীগের নেতৃবৃন্দের পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দরা সহ স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আফাজ জনি,স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান প্রমুখ।
আলোচনা সভায় যুবলীগের সভাপতি ছালাহ উদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদেরকে এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন আগামী ৭ ই জানুয়ারী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে।
আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply