1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

বালাগঞ্জের ১২শ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করলেন ডা. দুলাল

হেলাল আহমদ, বালাগঞ্জ( সিলেট) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২০৮ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বি.এম.এ) মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের ব্যক্তিগত উদ্যোগে বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত জনপদ পূর্ব পৈলনপুর ইউনিয়নের প্রায় ১২শ অসহায় ও চিকিৎসা বঞ্চিত লোকজনের মাঝে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রায় ২ লক্ষ টাকার ঔষধ প্রদান করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো. মুহিবুর রহমান ইয়াওরের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।

ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলে দিয়েছেন, আমরা যারা এলাকায় কাজ করি তাদের সেবামূলক বিভিন্ন উদ্যোগে যারা সেবা নিতে আসেন তাদের প্রতি আমরা দয়া বা অনুগ্রহ করছি না বরং তারাই আমাদের দয়া এবং অনুগ্রহ করে আমাদের সেবা নিতে আসেন। তাই আমাদের সেবা নিতে আসার জন্য এই কার্যক্রমের সুফলভোগীগণের প্রতি আমার কৃতজ্ঞতা।

সেবাগ্রহীতাদের প্রতি ডা. দুলাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় ও তার কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু লাভের জন্য দোয়া কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ুন রশীদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, সদস্য করুনাময় দাস, সাজিম উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিশির বসাক, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. হিমাংশু শেখর দাস, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম রাজু, ফজির উল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ মো. আব্দুল মুহিত, জমসেদ মিয়া, রিন্টু রঞ্জন দাস, শামীম আহমদ, সাদির মিয়া, মহিলা সদস্য রিনা বেগম, লাকী রানী দাস, সচিব রঙ্গেস কুমার দাস, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শামসুল হক, কৃষি সম্পাদক মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল মুতলিব, ফটিক মিয়া, যত্রিক মিয়া, শওকত আলী, কল্যাণ ব্রত দাস বাবলু, নজির মিয়া, তাজুদ আলী, আব্দুস সালাম মনাই, কনু মিয়া, রহমত মিয়া, নজরুল ইসলাম, যুবলীগ নেতা রাসেল আহমদ, শাহ আলম, সৈয়দ তাক্বী, শেখ লিটন আহমদ, নানু মিয়া, শাকির হোসেন, জিলু মিয়া, ছাত্রলীগ নেতা আলমগীরসহ বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দসহ চিকিৎসক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

উল্লেখ্য, শোকের মাস আগস্ট উপলক্ষে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে পৃথক কর্মসূচির অংশ হিসেবে বালাগঞ্জে প্রথম কর্মসূচিটি সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category