1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

বার্সেলোনায় ব্যবসায়ী এসোসিয়েশনের নয়া কমিটি গঠন

ছালাহ উদ্দিন
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৩৮৪ Time View

বিজনেস এসোসিয়েশন এন কাতালোনিয়ার কার্যকরি কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় সাধারণ সভার আয়োজন করা হয়।

১১ই মে, বৃহঃবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভার প্রথম পর্বের সভাপতিত্ব করেন শিপলু আহমেদ নিয়াজী এবং পরিচালনা করেন জসিম উদ্দিন। এ সময় ২০২১-২৩ সালের কার্যকরি কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় সংগঠনের স্থায়ী উপদেষ্ঠা পরিষদের নিকট কমিটি হস্তান্তর করেন কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে সংগঠনের উপদেষ্ঠা আফতাব নজরুল ইসলামের সভাপতিত্বে এবং অপর উপদেষ্ঠা আফাজ জনির পরিচালনায় কমিটি গঠন সংক্রান্ত মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন আমিন আলী রফিক, নজরুল ইসলাম, আব্দুল মুমিন, এম শওকত উসমান বদর, করিম ওয়াহিদ, জয়নাল আহমেদ, কবির উদ্দিন, মিজানুর রহমান আকবর, বেলাল আহমদ, ইকবাল হোসাইন বকসী, মো.খোকন উদ্দিন, ফখর উদ্দিন মিনহার, ফয়সল আহমেদ, নুরুজ্জামান আলী, মেহরাব হোসেন মাসুম, সাব্বির আহমেদ, শুক্কুর আহমদ সেলিম, জোবায়ের আহমদ, আলী হোসেন, আশরাফ হোসেন মামুন, সুমন আহমদ, গিয়াস উদ্দিন, শামীম আহমদ মাসুক, আব্দুল মোক্তাদির মুক্তি, আনোয়ার হোসেন, এলাইচ মিয়া, আব্দুল জব্বার খসরু, নোমান আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মুক্তালোচনা এবং আহবায়ক সদস্য আফতাব নজরুল, আফাজ জনি, আমিন আলী রফিক, নজরুল ইসলাম, আব্দুল মুমিন, এম শওকত উসমান বদর, করিম ওয়াহিদ, জয়নাল আহমেদ এবং কবির উদ্দিন তাৎক্ষণিক বিবেচনায় অতিরিক্ত সময় ব্যায় না করেই বিজনেস এসোসিয়েশন এন কাতালোনিয়ার ২০২৩-২০২৫ সালের আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন। এ সময় শুধুমাত্র সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে পূনরায় নির্বাচিত হন শিপলু আহমেদ নিয়াজি ও জসিম উদ্দিন।

নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সাথে সাথেই উপস্থিত নেতৃবৃন্দ করতালি এবং মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category