1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

স্পেনে ইসলামী সভ্যতার ঐতিহ্যবাহী আন্দালুসিয়ায় বাংলাদেশের অমিত সম্ভাবনার উন্মেষ

নিউজ ডেস্ক ২১বাংলাটিভি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৮৯ Time View

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি গত ১৯-২৩ জুন ২০২৩ তারিখে দেশটিতে মুসলিম শাসনের গৌরবময় ঐতিহ্যের স্মৃতিবহ আন্দালুসিয়া প্রদেশের রাজধানী সেভিল, ঐতিহাসিক নগরী গ্রানাডা, ট্রান্স-ইউরোপীয় বাণিজ্যিক প্রাণকেন্দ্র মালাগা এবং পর্যটননগরী মারবেয়ায় অর্থনৈতিক ও সাংস্কৃতিক কূটনীতি, জনকূটনীতি ও শিক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং প্রদেশটিতে কর্মরত বাংলাদেশী প্রবাসীদের কনস্যুলার ও কল্যাণ কার্যক্রম সহজীকরণ বিষয়ক কতিপয় বৈঠকে যোগদান করেন। এ সকল অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সেলর (বাণিজ্যিক) রেদোয়ান আহমেদ ও কাউন্সেলর (রাজনৈতিক) ইমাদুল হক।

সেভিল চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিসেস এর প্রেসিডেন্ট ফ্রান্সিসকো লিওন ও অন্যান্য কর্মকর্তার সাথে ১৯ জুন ২০২৩ তারিখ পূর্বাহ্নে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রা ও অবারিত বাণিজ্য সম্ভাবনার বিষয়ে চেম্বারকে অবহিত করে সেভিলের ব্যবসায়ী নেতৃবৃন্দকে দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও হাই-টেক পার্কসমূহে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে দ্রুত বর্ধনশীল সুনির্দিষ্ট কিছু সেক্টরে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ ও “বাংলাদেশ ব্র্যান্ডিং” এর লক্ষ্যে দূতাবাস ভবিষ্যতে সেভিল চেম্বারের সাথে যৌথভাবে অধিকতর উদ্যোগ গ্রহণ করবে। পরে মধ্যাহ্নে রাষ্ট্রদূত আন্দালুসিয়ার প্রাদেশিক সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক জেনারেল সেক্রেটারি ও স্পেনের প্রভাবশালী রাজনীতিক এনরিক রশের, আন্দালুসিয়া গ্লোবাল এর মহাপরিচালক ফ্রান্সিসকো নাভাররো এবং প্রাদেশিক প্রেসিডেন্সি, জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে আন্দালুসিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠকরণে দুই পক্ষ একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পরদিন ২০ জুন ২০২৩ তারিখে রাষ্ট্রদূত বাণিজ্য ও অভিবাসী বিষয়ে সেভিলের প্রখ্যাত আইনী পরামর্শক প্রতিষ্ঠান “বিদোন এবোগাদোস” এর কর্ণধার ও ফিলিপাইনের অনারারি কনসাল জেনারেল হোসে ইগনাসিও বিদোন এর সাথে প্রবাসী বাংলাদেশীদের জন্য সুলভে আইনী সহায়তা প্রাপ্তির সুযোগ সুগম করার বিষয়ে আলোচনা করেন। মধ্যাহ্নে রাষ্ট্রদূত সেভিলের স্বনামধন্য পাবলো দে ওলাভিদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফ্রান্সিসকো অলিভা ব্লাসকেজ এর সাথে বৈঠক করেন। বৈঠককালে “সেভিলে বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক এক প্রামাণ্য উপস্থাপনায় রাষ্ট্রদূত জাতির পিতার রাজনৈতিক দর্শন, বাংলাদেশের অভ্যুদয়, চলমান উন্নয়ন কার্যক্রম এবং রোহিঙ্গা গণহত্যার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। উপাচার্য ব্লাসকেজ বাংলাদেশের সাথে তাঁর বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক একাডেমিক সহযোগিতা বিনিময় কার্যক্রম বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করেন। রাতে রাষ্ট্রদূত সেভিলে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজে মিলিত হন।

২২ জুন ২০২৩ তারিখে গ্রানাডা চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি এন্ড সার্ভিসেস এর সেক্রেটারি জেনারেল ইসাবেল কন্ত্রেরাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক লুইস নেবট এর সাথে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক কূটনীতি সংক্রান্ত এক সচিত্র উপস্থাপনায় রাষ্ট্রদূত বাংলাদেশে বিদ্যমান বাণিজ্য সুবিধা ও আকর্ষণীয় বিনিয়োগ প্রণোদনার বিষয়ে চেম্বারকে বিস্তারিত অবহিত করেন। সার্ভিস সেক্টরে, বিশেষত তথ্যপ্রযুক্তি ও আইটি ফ্রিল্যান্সিং খাতে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে অচিরেই যৌথভাবে অধিকতর কার্যক্রম গৃহীত হবে মর্মে দুই পক্ষ আগ্রহ প্রকাশ করে।

২৩ জুন ২০২৩ তারিখে রাষ্ট্রদূত পর্যটন ও বাণিজ্যনগরী মালাগার মেয়র ও বর্ষীয়ান রাজনীতিক ফ্রান্সিসকো দে লা টরের সাথে বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একই দিন আরেক পর্যটননগরী মারবেয়ার ডেপুটি মেয়র ফেলিক্স রোমেরো মোরেনোর সাথে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত পর্যটন খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা করেন। পরে অপরাহ্ণে রাষ্ট্রদূত মারবেয়ার প্রতিষ্ঠিত কতিপয় তরুণ বাংলাদেশী উদ্যোক্তার সাথে নৈশভোজ ও মতবিনিময় সভায় মিলিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category