লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রেমিট্যান্স যোদ্ধা সিরাজুল ইসলাম। তিনি ছাতকের চরমহল্লা ইউনিয়নের শাখাইতিচর গ্রামের ওয়াহিদ আলীর পুত্র।
লেবাননে সোমবার মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন সিরাজুল ইসলাম। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে লেবাননের একটি হাসপাতালে নিয়ে যান।এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সিরাজুল ইসলাম কে মৃত ঘোষণা করেন। অন্যান্য প্রবাসীদের মাধ্যমে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে এমন সংবাদটি গ্রামের বাড়িতে পৌছার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। স্বজনরা কান্না ও আহাজারিতে ভেঙে পড়েন।
সোমবার লেবাননে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলামের মৃত্যু হয়েছে এ সংবাদটি গণ মাধ্যমকে নিশ্চিত করেন মরহুমের স্বজন ওমর আলী।
Leave a Reply