ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা’র উদ্যোগে লন্ডন প্রবাসী কমিউনিটি নেতাদের সংবর্ধীত করেছেন।০৫ জুন সোমবার সন্ধায় বার্সেলোনা’র স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে ইয়াং মুসলিম বার্সেলোনা।বার্সেলোনা রেইনা আমালিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো.গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও মো.রবিউল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারি ইসরাক আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির সাবেক নেতা বর্তমান ইংল্যান্ডের নর্থ ওয়েস্টে বসবাসরত মিজানুর রহমান খান, ফারুক আহমদ হারুন,শাহ আলী হায়দার,মুস্তফা কামাল নিলু,আব্দুল আজিজ,আব্দুল হক,তৌফিল আহমদ,আনহার মিয়া,জামান চৌধুরী।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনাইটেড ইয়াং মুসলিম সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মুক্তার আহমদ,স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের আহ্বায়ক নজরুল ইসলাম,সুনামগঞ্জ এসোসিয়েশন সভাপতি নাজমুল ইসলাম, কাতালোনীয়া বিজনেস এসোসিয়েশনের সভাপতি শিপলু আহমদ নিয়াজী, কমিউনিটি নেতা শফিউল আলম শফি, শাহ আলম স্বাধীন,কুলতুরাল উমানেতেরিয়া এন বাংলাদেশ সেক্রেটারি শফিক খান,কমিউনিটি নেতা কাজী আমির হোসেন আমু,কমিউনিটি নেতা ফারুক আহমদ,তুতিউর রহমান,প্রমুখ।
বক্তাদের আলোচনায় জানা যায় সংবর্ধনা অনুষ্ঠানের মূল বিষয় ছিলো ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা নতুন একটি জামে মসজিদ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয় এবং সেটি বর্তমানে নির্মানাধীন রয়েছে।মসজিদের নির্মাণ কাজ বর্তমানে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। মসজিদের কাজ সম্পন্ন করতে মসজিদ পরিচালনা কমিটি এবং ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা যৌতভাবে কাজ করে যাচ্ছেন।মসজিদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি সহযোগিতা কামনা করেন মসজিদ পরিচালনা কমিটি এবং ইউনাইটেড ইয়াং মুসলিম বার্সেলোনা। অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের বক্তব্যে বলেন বার্সেলোনায় ইয়াং মুসলিম বার্সেলোনা মসজিদ নির্মাণের যে উদ্যোগ নিয়েছে সেটি সত্যি একটি সমাজের জন্য ভালো ও প্রশংসনীয় উদ্যোগ।অনুষ্ঠানে আগত অতিথিরা ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা মসজিদ নির্মাণে সকল ধরণের সহযোগিতা করার আহবান জানান।
Leave a Reply