বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় আতাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতিশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কবি মোহাম্মদ আবদুল ওয়াহিদ।বিপ্লব কান্ত দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহ-সভাপতি বিপ্লব চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক জালাল আহমদ, উজ্জ্বল কুমার দাস, দিপংক দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাহফুজা মাওলা বেগম, কুলসুমা আক্তার লাকী, সাজনা রানী চৌধুরী প্রমুখ।
উপস্থিত সকলের সম্মতিক্রমে রতিশ কুমার দাসকে সভাপতি, ঝলক কান্তি দাসকে সাধারণ সম্পাদক ও বিপ্লব কান্ত দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply