1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:১৮ অপরাহ্ন

বার্সেলোনা সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণায় বাংলাদেশীদের অংশগ্রহণ

২১বাংলাটিভি নিউজ ডেস্ক :
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২৭১ Time View

আগামী ২৮শে মে বার্সেলোনার সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের মেয়র এবং কাউন্সিলর পদপ্রার্থীরা চালাচ্ছেন না রকম প্রচার প্রচারনা।বার্সেলোনা সিটি কর্পোরেশন নির্বাচনে স্পেনের প্রবাসী বান্ধব মুলধারার জাতীয় রাজনৈতিক সংগঠন  পি.এস.সি সোসালিস্ট পার্টি নির্বাচনি জনসভা করেছে।২০শে মে বার্সেলোনার স্থানীয় একটি হলরুমে নির্বাচনী প্রচারণায় স্পানিশ নাগরিকদের পাশা পাশি  বাংলাদেশীরাও অংশগ্রহন করেন।

সোসালিষ্ট পার্টির মেয়র প্রার্থী খাইমে কোলবনি নির্বাচনী প্রচারণায় সাবেক মেয়র এর বিভিন্ন অভিযোগ দুলে ধরে তার বক্তব্যে  বলেন তিনি “শুধু ‘ব্লা, ব্লা, ব্লা’ মানুষের জীবনমান উন্নত করতে ব্যর্থ হয়েছেন,যেমন শহরটিতে অত্যাধুনিক সরঞ্জাম,রাস্তা ঘাঠের উন্নয়ন,পরিস্কার পরিছন্নতা,পর্যটকদের নিরাপত্তা সহ তার পরিচালনায় অসংখ্য ত্রুটি রয়েছে ।এই নির্বাচনে আমরা নির্বাচিত হলে পৌর এলাকার বাসিন্দাদের সকল ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি বিনিয়োগের অগ্রাধিকার সহ বিদেশীদের কর্মসংস্থান সহ সকল সমস্যা সমাধান এবং পর্যটন নগরী বার্সেলোনাকে ইউরোপের মধ্যে  আধুনিক শহরে পরিণত করার আশ্বাস দেন মেয়ের প্রার্থী খাইমে কোলবনি।নির্বাচনী প্রচারণায় কাতালোনিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ  ইন্ডিয়া,পাকিস্তান বাংলাদেশ, মরক্কো সহ অসংখ্য প্রবাসী উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category