স্পেনের শান্তাকলমায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় মারা গেছেন শরিয়তপুরের নড়িয়া থানাধীন ভোজেশ্বরের বাসিন্দা রেমিট্যান্স যোদ্ধা মোঃ নুরুল হক(৫৮) ।
সোমবার ২২ জানুয়ারী বিকেল ৫টায় সান্তাকোলমার কানরুতি হাসপাতালে তিনি মারা যান বলে জানা যায়।মো.নুরুল হকের গ্রাম নাগ্রা পোস্ট অফিস ভোজেশ্বর উপজেলার নড়িয়া বাসিন্দা আলী আকবর মাতব্বরের পুত্র।দেশের বাড়িতে তার ৩ সন্তান রয়েছে । এদিকে তার মৃত্যুর খবর বাংলাদেশে নিজ এলাকা সহ পরিবারের কাছে পৌঁছলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মো.নুরুল হক এর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিরা গভীরভাবে শোকা প্রকাশ করেছেন। মরহুমের পরিবার বাংলাদেশ থেকে শরিয়তপুরের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন লাশ অতি দ্রুত বাংলাদেশে পরিবারের কাছে ফেরৎ পাঠানোর ব্যবস্থা করবার্সেলোনা প্রবাসী মরহুমের এলাকার এমারত মোল্লা জানান, আইনি সকল প্রক্রিয়া শেষ হলে আগামী দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
Leave a Reply