1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

বার্সেলোনায় স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের অভিষেক অনুষ্ঠিত

ছালাহ উদ্দিন
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ Time View

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিজনেস ক্লাব বার্সেলোনা)-এর ‘অভিষেক অনুষ্ঠান ২০২৩’ সম্পন্ন হয়েছে।
গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্রে চারতারকা হোটেল সুনটেল-এর অভিজাত বলররুমে স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বার্সেলোনাসহ পাশ্ববর্র্তী শহরের বাংলাদেশী ব্যবসায়ীদের সমন্বয়ে প্রতিষ্ঠিত স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরন নাজমুলের পরিচালনায় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া উক্ত অভিষেক অনুষ্ঠানের সহযোগী সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান খান কয়েশ এবং প্রথম সদস্য শফিক খান। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সম্পন্ন হওয়া অভিষেক বাংলাদেশী প্রতিভাবান ও সফল ব্যবসায়ীগণের সাথে উপস্থিত ছিলেন বার্সেলোনা শহরের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্পেনের স্থানীয় প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনার বাংলাদেশি কনস্যুলেটর সিনিয়র রামন পেদ্রো বেরনাউস, কাতালুনিয়ার পার্লামেন্টের সাবেক এমপি মারিয়া দান্তে, সাবেক সিনেটর রবের্তো মাসি, বার্সেলোনার সিটি কাউন্সিলর এসতের মিরাইয়েস, সিটি কমিশনার ইভান পেরা ইসরাত, সিউতাত ভেইয়ার কাউন্সিলর সোনিয়া বেলত্রান, সিউতাত ভেইয়া পৌরসভার কারিগরি উপদেষ্টা মারিয়া অ্যান্জেলেস সেসনেরোস হোরিলো।
বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল ও ডেপুটি চিপ আবদুর রউফ মন্ডল, লোকাল মিনিস্টার দীন মোহাম্মদ ইমাদুল হক, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, লেবার উইং কাউন্সিলর মুতাছিমুল ইসলাম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সংগঠনের প্রধান উপদেষ্টা ডক্টর নজরুল ইসলাম চৌধুরী নতুন কার্যনির্বাহী পরিষদসহ সংগঠনের সকল সদস্যগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাজিদ রহমান (সোহেল গাজী)কে সভাপতি ও মিরন নাজমুলকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। পরে রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা ও বিশেষ অতিথিসহ সকল সদস্যগণ মঞ্চে সম্মিলিতভাবে জাতীয় সংগীতে কণ্ঠ মিলিয়ে, ফুল দিয়ে বরণ করে ও কেক কাটার মধ্য দিয়ে কার্যনির্বাহী পরিষদসহ সংগঠনের সকল সদস্যগণকে অভিষিক্ত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশের বক্তব্য পর্বে রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ বলেন, বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন ব্যবসায়ীরা। তিনি বলেন, আপনাদের পণ্যের গুণগত মান, গ্রাহকসেবার পাশাপাশি স্পেনিশ ব্যবসায়ীদের সাথে নানা উদ্ভাবনী দেশীয় পণ্য সরবরাহ করতে পারলে, স্পেনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি ব্যাকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করার জন্যে ব্যবসায়ী তথা সকল প্রবাসী বাংলাদেশীদের অনুরোধ জানান। রাষ্ট্রদূত সম্প্রতি চালু হওয়া পেনশন স্কিম চালু করার কথা উল্লেখ করে এই সুবিধা নেয়ার জন্যে বাংলাদেশী প্রবাসীদের আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে প্রবাসবান্ধব সরকার বলে উল্লেখ করে, প্রবাসীদের কল্যাণে দূতাবাস সর্বদা নিয়োজিত থাকবে বলেও উল্লেখ করেন।
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদ বলেন, শূন্য হাতে পরিশ্রম করে অল্প সময় সফল হয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। তিনি ব্যবসায়ীদের এ সংগঠনের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। সংগঠনের কার্যক্রম আরো বেগবান সুন্দর ও সংগঠিত হবে বলে তার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সময় এসেছে আরো বৈচিত্রময় ও ভিন্ন ভিন্ন সেক্টরে ব্যবসার পরিধি বৃদ্ধি করার এবং সে জন্যে ব্যবসায়ী সমাজকে আরো সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথীদের মধ্যে বক্তব্য দেন, স্পেন-বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল ওয়াহিদ, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, মানবাধিকার কর্মী কামরুল মোহামদ, কমিউনিটি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাছিত কয়সর প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, অফিস সম্পাদক জাহাঙ্গির আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ.কে. আজাদ মোস্তফা, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন হারুন, অর্থ সম্পাদক জাফার হোসাইন, সহ-সভাপতি মোখলেছুর রহমান নাসিম, বখতিয়ার রহমান, সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন হক নেসা ও সংগঠনের প্রধান উপদেষ্টা ড. নজরুল ইসলাম চৌধুরী। ডক্টর নজরুল ইসলাম চৌধুরী বলেন, এই সংগঠনের কার্যক্রম ব্যবসায়ীসহ প্রবাসীদের কল্যাণ নানাবিধ স্মার্ট ও সময়োপযোগী পদক্ষেপ নেয়ার পরিকল্পনা রয়েছে যা ভবিষ্যৎ প্রজন্মকে উদ্যোক্তা হতে উৎসাহিত করবে।
সংগঠনের সভাপতি সাজিদ রহমান ও সাধারণ সম্পাদক মিরন নাজমুল এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়া স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স ভবিষ্যতে তার সাংগঠনিক কার্যক্রম স্পেন জুড়ে বিস্তৃতি করবে এবং ব্যবসায়ী শক্তিকে আরো সুন্দর ও সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্যে তাদের সংগঠনটি সর্বদা সচেষ্ট থাকবে।
বক্তব্য অনুষ্ঠানের শেষে সংস্কৃতিক পর্বে শিশুদের নৃত্য পরিবেশন এবং প্রবাসী বাংলাদেশী শিল্পী রাজু গাজী, অহনা দিবা ও অমি রহমান সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সকল অতিথীর জন্যে নৈশভোজের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category