1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

বার্সেলোনায় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বাংলার মেলা আয়োজক সংগঠনের মতবিনিময়

২১বাংলা নিউজ ডেস্ক
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৩৮ Time View

আগামী ১৩ই জুলাই, শনিবার বার্সেলোনায় অনুষ্ঠিত হবে বাংলার মেলা ২০২৪। মেলা আয়োজন নিয়ে স্পেনের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে আয়োজক সংগঠন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া।
আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন, প্রাক্তন সভাপতি এবং কার্যনির্বাহি সদস্য সাহাদুল সুহেদ, কার্যনির্বাহি সদস্য মিরন নাজমুল, কার্যনির্বাহি সদস্য তুতিউর রহমান, সহযোগী সদস্য জাফার হোসাইন প্রমূখ।
০৯ই জুলাই বার্সেলোনার মধুর ক্যান্টিনে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন কুলতুরাল ই উমানেতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া’র সভাপতি আলাউদ্দিন হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিক খান।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উমানেতারিয়ার সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, শাহ আলম স্বাধীন, আনোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মোল্লা, আরিফ খান রুবেল, মোক্তার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন হারুন, সহ-সাংগঠনিক সোহেল ভূইয়া প্রমূখ।

মতবিনিময় সভায় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শফিক খান জানান, শনিবারের মেলা সন্ধ্যা ৭টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়ার পর থেকে রাত ১:৩০টা চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় গান পরিবেশন করবেন বাংলাদেশ এবং ইংল্যান্ড থেকে আগত শিল্পীবৃন্দ, পাশাপাশি সংগীত এবং নৃত্য পরিবেশন করবেন বার্সেলোনার স্থানীয় শিল্পীবৃন্দ। দেশীয় খাবারের পসরা নিয়ে মেলায় ৯টি স্টল রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এনডিসি’র উপস্থিত থাকার কথা রয়েছে বলে উল্লেখ করেন এ সংগঠক।
এছাড়া সংগঠনের সভাপতি আলাউদ্দিন হক মেলা পরিচালনার জন্য সার্বিক সহযোগীতা কামনা করেন উপস্থিত সাংবাদিক নেত্রীবৃন্দের প্রতি।

স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি আফাজ জনি বার্সেলোনার বাংলাদেশী কমিউনিটিকে খুবই গুছালো উল্লেখ করে বলেন, আমরা অতীতে বিভিন্নভাবে কমিউনিটির উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলাম পাশাপাশি মেলা পরিচালনা কমিটিকেও সহযোগীতা করেছি এবং এবারের মেলাতেও প্রেসক্লাবের সহযোগীতা অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category