1. salah.es28@yahoo.com : 21banglatv :
  2. admin@banglawebs.com : banglawebs :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৮:২১ অপরাহ্ন

বন্ধু রাষ্ট্র স্পেনকে বাংলাদেশের বিখ্যাত সুস্বাদু আম্রপালি আম উপহার

নিউজ ডেস্ক ২১বাংলাটিভি
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৭১ Time View

সরকারের ‘আম কূটনীতি’র অংশ হিসেবে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস মঙ্গলবার ও বুধবার (১৮-১৯ জুলাই ২০২৩) স্পেনের মহামান্য রাজা ৬ষ্ঠ ফেলিপে, স্পেন সরকারের প্রেসিডেন্ট পেড্রো সানচেজ, ভাইস প্রেসিডেন্টদ্বয়, পররাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও সহযোগিতা মন্ত্রী এবং ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীবর্গ, জনপ্রতিনিধি ও প্রভাবশালী রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাবৃন্দ, স্পেনে বন্ধুপ্রতীম দেশসমূহের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ,  গণমাধ্যম, থিংক ট্যাংক ও সিভিল সোসাইটির অংশীজন এবং সমবর্তী দায়িত্বাধীন দেশ এন্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনির রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্র মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের মাঝে বাংলাদেশের সুস্বাদু আম্রপালি আম উপহার হিসেবে বিতরণ করে।

রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি এক বিবৃতিতে বলেন, “স্পেন, এন্ডোরা ও ইক্যুয়েটরিয়াল গিনিতে আমাদের সম্মানিত বন্ধুদেরকে বাংলাদেশের বিখ্যাত আম উপহার দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, এই স্মারক উপহার দ্বিপাক্ষিক সম্পর্ক সংহতকরণে অনুঘটকের ভূমিকা পালনের পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি ও জনকূটনীতির বৃহত্তর পরিসরে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’ সহ বহির্বিশ্বে বাংলাদেশের সুস্বাদু ও পুষ্টিকর ফল বিপণন এবং অন্যান্য কৃষিপণ্যের বাজার সৃষ্টিতে সুদূরপ্রসারী অবদান রাখবে।”

সাম্প্রতিক সময়ে স্পেনের সাথে বাংলাদেশের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ বহুমাত্রিক সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। এই প্রেক্ষাপটে, শুভেচ্ছা ও বন্ধুত্বের নিদর্শন হিসেবে দূতাবাসের আম বিতরণ উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন উপহারগ্রহীতা স্পেনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত উল্লেখ্য, স্পেনের মহামান্য রানী সোফিয়া বাংলাদেশের ভক্ত। এ বছর ১৮ মার্চ মাদ্রিদে ডিপ্লোম্যাটিক চ্যারিটি বাজারে দূতাবাস আয়োজিত বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত রাণী সোফিয়া আবেগভরে বলেছিলেন, “আমি বাংলাদেশকে ভালোবাসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category