কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন খায়রুল হাসান জুয়েল।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীন গমন করায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (২৫ মে) স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অদ্য ২৫ মে ২০২৪, শনিবার রাজনৈতিক সফরে চীন গমন করেন। তাঁর অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া খায়রুল হাসান জুয়েলের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি ১৯৯৫ সালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে ১৯৯৭ সালে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএসসি- অনার্স ও এমএস শেষ করেন। রাজনৈতিক জীবনে তিনি মাদারীপুর জেলায় ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের হিসেবে দায়িত্ব পালন করছেন।
খায়রুল হাসান জুয়েল পারিবারিক ভাবে আওয়ামী পরিবারের সন্তান। তার বাবা
আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের জন্য কাজ করেছেন। তার ছোট ভাই
মাইনুল হাসান হিমেল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও উপ প্রচার সম্পাদক। তার স্ত্রী আফরিন নুসরাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার শশুর সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
জুয়েল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজশাহী বিভাগের দায়িত্ব পালন করে উক্ত বিভাগের প্রায় সকল জেলা-উপজেলার কমিটি সম্পন্ন করেছেন এবং স্বেচ্ছাসেবক লীগকে একটি সুশৃঙ্খল, স্বচ্ছ এবং আদর্শীক সংগঠন হিসেবে রুপ দিতে তিনি নিরলসভাবে কাজ করেছেন যা ইতিমধ্যে সকল মহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে পদ্মা বিভাগ, খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করে প্রায় সকল জেলা-উপজেলার কমিটি সম্পন্ন করেছেন। খায়রুল হাসান জুয়েল একজন সৎ স্বচ্ছ এবং পরিচ্ছন্ন মানুষ হিসেবে সর্বমহলে তার সুনাম রয়েছে।
তিনি ২০১৪ এবং ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন এবং নির্বাচনকালীন সময়ে সারাদেশে নৌকার পক্ষে নির্বাচনি প্রচারনায় নিরলস পরিশ্রম করেছেন। বিভিন্ন টিভি টকশোতে অংশগ্রহন করে দলের পক্ষে ইতিবাচক আলোচনায় সরব থেকে বিএনপি-জামাতের অপপ্রাচারের জবাব দিয়েছেন।
১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গণতন্ত্র ও শেখ হাসিনার মুক্তি আন্দোলনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে ডিটেনশনে এক বছর কারাগারে ছিলেন।
খায়রুল হাসান জুয়েল স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হওয়ায় সারা দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগের অসংখ্য সাবেক নেতৃবৃন্দ আনন্দে উচ্ছ্বসিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
Leave a Reply